শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

দৌলতপুরে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করলেন উপজেলা চেয়ারম্যান 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

দৌলতপুরে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করলেন উপজেলা চেয়ারম্যান 

শপথ গ্রহণের পর নিজ অর্থায়নে রাস্তা মেরামত করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিলেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

গত শনিবার উপজেলা চেয়ারম্যান নিজ অর্থায়নে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা বাজার এলাকায় ভাঙা রাস্তায় ইট, বালু, খোয়া ফেলে যান চলাচলের জন্য নিজেই উপস্থিত থেকে কাজের তদারকি করেন এবং রাস্তা মেরামতের কাজ সম্পূর্ণ করেন।

এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, টানা বৃষ্টিপাতে আল্লারদর্গা বাজারের প্রবেশে দুদিকের সড়ক ভেঙে বড়বড় গর্তে পরিনত হয়েছে। যার কারণে অনেক যানবাহন এ রাস্তা দিয়ে আসতে দুর্ঘটনার শিকার হয়। উপজেলা চেয়ারম্যান তার দেয়া কথা রেখেছেন। এই রাস্তা সংস্কারের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার লাঘব হবে। আমরা আশাবাদী উপজেলা চেয়ারম্যান তার দেয়া প্রতিটি কথা পালন করে উপজেলাকে আধুনিক উপজেলায় রূপান্তর করবেন। 

উপজেলা চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, সড়কে চলাচলে মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি বরাদ্দের দিকে না তাকিয়ে দ্রুত নিজ অর্থায়নে রাস্তাগুলো মেরামত করার চেষ্টা করছি। আশা করি আগামী দুই সপ্তাহের মধ্যে উপজেলার ১৪টি ইউনিয়নের চলাচলের অযোগ্য রাস্তাগুলো মেরামত করতে সক্ষম হবো  ইনশাআল্লাহ।

টিএইচ